‘উচ্ছিষ্ট’ না পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ভূমিকম্প বিধ্বস্ত নেপাল। ভারত বিপুলভাবে নেপালকে সাহায্য করছে, এমন ধারণার মধ্যে এই আহ্বান জানানো হলো। বিষয়টি ভারত ও নেপালের কর্মকর্তারা স্বীকার করেছেন।
২৫ এপ্রিলের ভূমিকম্পে নেপালে অন্তত সাত হাজার লোক নিহত হয়েছে। বিপুলসংখ্যক লোক হয়েছে গৃহহীন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৯০ লাখ লোককে সহায়তার জন্য ভারতের সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে নেপালে।
কিন্তু প্রথম থেকেই নেপাল লক্ষ করে, অনেক সামগ্রীই ‘ব্যবহৃত’। ভারত থেকে প্রথম যে ত্রাণবোঝাই ট্রেনটি নেপালে পৌছে সেটির প্রথম ওয়াগনটি বোঝাই ছিল পুরনো কাপড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, নেপালি কর্তৃপক্ষ কয়েকটি ’আপত্তিজনক’ চটের বস্তাও দেখতে পায়। তারা বেশ কিছু মালামাল নেপালে না রেখে ভারতে ফেরত পাঠায়।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিনেই পুরনো পোশাক চিহ্নিত করার পর পরই মালামাল কেবল ফেরতই দেয়নি, বরং সেইসাথে প্রকাশ্যে ভারতের সমালোচনা করে বলে, ‘উচ্ছিষ্ট খাবার’ নেপালিদের জন্য পাঠানো ঠিক নয়।