বৈষম্যের শিকার সানি!

0

sunny1তরতর গতিতে এগিয়ে যাচ্ছে ক্যারিয়ার। একটু খানি থামার অবকাশ নেই। আহত হয়েও অভিনয় চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোথাও যেন একটু হতাশ। বলছিলাম, বলিউডে হালের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনির কথা; যার অতীত সবারই জানা।

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিনসম্প্রতি গভীর হৃদয়ের ক্ষোভের কথা প্রকাশ করেছেন তিনি। সানি জানিয়েছেন, বলিউডে বরাবরই বৈষম্য চলে আসছে। আর তার শিকার তিনিও।

তিনি বলেন, বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করে আমাকে অভিনয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে আমার অতীতের চরিত্রেও অভিনয় করতে কথা বলা হয়েছে। কিন্তু আমি করিনি। আমি জানি, এগুলো বলিউডে বৈষম্য ছাড়া কিছু হতে পারে না।

রাগিনি এমএমএস ২ খ্যাত এই অভিনেত্রী বলেন, আমি অতীতকে অনুসরণ করতে চাই না। বলিউডেই আমার ভবিষ্যত বেঁধে ফেলতে চাই।

চার চারটি সিনেমা হিট করেছেন সানি। ছোট ছোট তারকা ও বি টাউনে আসা নতুন নতুন তারকাদের সাথেই বেশি কাজ করেছেন। তারপরও বড় বড় তারকার বিপরীতে কাজ না করতে পেরে সানি আপসোস করেন না। এদিক থেকে তিনি বেশ খুশি।

সানি লিওনি বলেন, তবে কষ্ট যে, অধিকাংশ ভক্ত এখনো আমাকে মন থেকে ধরতে পারেননি। তারা মনে করেন, শুধু একটা কাজের জন্য পারফেক্ট সানি! আর যারা আমাকে সমর্থন করেন তারাই মূলত বোঝেন, সিনেমায় আমার গুরুত্ব কতখানি।

বলিউডে খানদের সাথে কাজ করার ইচ্ছে রয়েছে তার। তবে তাদের ইচ্ছার বিরুদ্ধের নয়। কোনো ধরনের দ্বিধা ছাড়াই তিনি বলেন, জনগণের সাথে কাজ করতে পেরে আমি সন্তুষ্ট। আমার সাথে যাদের কাজ করার আগ্রহ আছে; আমি তাদের সাথেই কাজ করতে চাই।

প্রসঙ্গত, কয়েকদিন আগে সানির অভিনীত এক পেহেলি লীলা মুক্তি পেয়েছে। ইতোমধ্যে সিনেমাটি ব্যবসা সফলের খাতায় নাম লিখিয়েছে। বর্তমানে আসন্ন কুচ কুচ লোচ্চা হ্যায় সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি । আগামী ৮ মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More