বাপকা ব্যাটা

0

Bap betaছোটবেলায় সবাই চায় বাবার মতো হতে। কিন্তু জীবন স্বয়ং বারবার বদলে ফেলে নিজের লক্ষ্য। বাবার মতো হয়ে ওঠা হয় না অধিকাংশেরই।

তবে বিখ্যাত বাবার সন্তানদের জন্য বিষয়টা আরো কঠিন। প্রত্যাশার বাড়তি চাপ সামলাতে হয় তাদের। সবারই আশা থাকে কর্মে, খ্যাতিতে বাবাকেও ছাড়িয়ে যাবে সন্তান। ক্রীড়াঙ্গনের উন্মাদনাভরা জগত্ হলে তো কথাই নেই। আকাশকেও ছাড়িয়ে যায় প্রত্যাশার পারদ। তার পরও সুযোগ নেই বিচলিত হওয়ার। বাবা বিখ্যাত হলে কী হবে? ছেলে বা মেয়ের ক্ষেত্রে ছাড় দেবে না কেউ!

এত চাপ সামলে বাবার পথ ধরে হাঁটা এ রকম কয়েকজনকে নিয়েই আমাদের আজকের আয়োজন।

ব্রুকলিন বেকহাম, ফুটবল

ডেভিড বেকহামের বড় ছেলে। বাবার মতো ফুটবলকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। খেলেন মধ্য মাঠে, ডান দিকে। তবে বাবার মতো বড় মাপের খেলোয়াড় হয়ে উঠতে পারেননি তিনি। আর্সেনালের ইয়ুথ একাডেমির ছাত্র ছিলেন। গত মৌসুমে একাডেমির প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তিনি। যার জন্য আর্সেনাল ছাড়তে হয়েছে তাকে। তবে এও নিশ্চিত শিগগিরই কোনো না কোনো দল টেনে নেবে তাকে।

 রোমিও বেকহাম, টেনিস

ব্রুকলিন বেকহামের ছোট ভাই। ভাইয়ের পথ ধরে তিনিও যোগ দিয়েছিলেন আর্সেনালের ইয়ুথ একাডেমিতে। কিন্তু ফুটবলের চেয়ে টেনিসেই তার সম্ভাবনা বেশি। ছোট বেকহামের টেনিস দক্ষতা অদ্ভুত বলে জানিয়েছেন তার কোচ। ১২ বছর বয়সী রোমিওর টেনিসগুরুর কণ্ঠে তাই গর্বিত উচ্চারণ, ‘আমি জানি না ওর দক্ষতা সম্পর্কে ওর মা-বাবার কোনো ধারণা আছে কিনা!’

হ্যাভিয়ের বেলেস্তোরেস, গলফ

৯৬টি ট্যুর এবং পাঁচটি মেজর টুর্নামেন্ট বিজেতা সেভেরিয়ানো সেভে বেলেস্তোরেসের বড় ছেলে হ্যাভিয়ের বেলেস্তোরেসের বয়স এখন ২৪। পেশাদার গলফার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন গত বছর। বাবার পদচিহ্ন অনুসরণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত হ্যাভিয়ের। যদিও আশীর্বাদ দেয়ার জন্য বেঁচে নেই বাবা। ২০১১তেই গত হয়েছেন তিনি।

মাইক শুমাখার, মোটর রেসিং

বয়স মাত্র ১৬। বাবা সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। এখনই পা রেখেছেন মোটর রেসিংয়ের বিপজ্জনক জগতে। ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপে এরই মধ্যে ডাক পেয়ে গেছেন মাইক শুমাখার।

ক্রিস ইউব্যাংক জুনিয়র, বক্সিং

হাবভাবে কিম্ভুত্, কিন্তু পোশাকে শৌখিন বক্সার ক্রিস ইউব্যাংক ছিলেন মিডলওয়েট ও সুপার মিডলওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন। তার ছেলে ক্রিস ইউব্যাংক জুনিয়রও কম যান না। এখন পর্যন্ত অংশ নেয়া ১৯টি ম্যাচের মাত্র একটিতে হেরেছেন ২৫ বছর বয়সী এ উঠতি তারকা।

নিকোলাস প্রস্ট ও ব্রুনো সেনা, মোটর রেসিং

এ বছর বিশ্বব্যাপী অনুষ্ঠেয় অল-ইলেকট্রিক রেসিং সিরিজে অংশ নেয়ার মধ্য দিয়ে পেশাদার মোটর রেসিংয়ের জগতে পা রাখছেন চারবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন এলেইন প্রস্টের ছেলে নিকোলাস প্রস্ট এবং তিনবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান কিংবদন্তি আয়ারটন সেনার ভাইপো ব্রুনো সেনা। পূর্বসূরিদের কতটা ছাপিয়ে যেতে পারেন তারা, তা ভবিষ্যত্ই বলে দেবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More