দের দু’জনের মধ্যে বিস্তর অমিল থাকলেও দুটি জায়গায় মোক্ষম মিল আছে। এক, এরা দু’জনেই তাদের সাহিত্যকীর্তির জন্যে নোবেল পেয়েছেন। আর দুই, এদের একজনের নোবেল চুরি গিয়েছে আর অপর জনের সেরা সৃষ্টি ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড-এর প্রথম সংস্করণের প্রথম বইটি চুরি গিয়েছে।
কথা হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের।
রোববার বোগোতায় আয়োজিত আন্তর্জাতিক বই মেলা থেকে চুরি গিয়েছে “One Hundred Years of Solitude”-র এই দুষ্প্রাপ্য বইটি। এমনটাই জানিয়েছেন সেই বইটির মালিক আলভারো কাস্তিলো গ্রানাদা।
১৯৬৭ সালে এটি প্রথম প্রকাশিত হয় স্প্যানিশ ভাষায়। পৃথিবীর সব থেকে বেশি ভাষায় অনুবাদ করা বইয়ের মধ্যে পড়ে “One Hundred Years of Solitude”। চুরি হয়ে যাওয়া কপিটিতে মার্কেজের স্বাক্ষর করা ছিল। এমনকি সেই বইয়ের প্রচ্ছদটিও ছিল অন্যগুলির থেকে একেবারেই ভিন্ন। কভারে আঁকা ছিল বন্য গাছে ঘেরা একটি নৌকা।