ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামে কামরুজ্জামান (২১) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ মে) মধ্যরাতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে।
নিহত কামরুজ্জামান ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কৃষি ডিপ্লোমা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এলাকাবাসী জানায়, রাতে কামরুজ্জামান ঘরের দরজা খুলে শুয়ে ছিল। মধ্যরাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বাংলানিউজকে বলেন, শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।