নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের মৃতের সংখ্যা আজ ৭,৭৫৭ এবং আহতের সংখ্যা ১৬,৩৯০ জনে দাড়াল। এই হতাহতদের বেশির ভাগই সিন্দুপালচক জেলার অধিবাসী। গতকাল পর্যন্ত ১২ দেশের প্রায় ৬০০ উদ্ধারকরমী নেপাল সরকারের নির্দেশে নেপাল থেকে ফিরে গেছেন। শিঘ্রই আরো উদ্ধারকর্মীরা নেপাল ত্যাগ করবেন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেয়া তথ্য মতে ২,৭৯,২৩৪ টি ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ২,৩৭,০৬৮ টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭.৯ মাত্রার ওই ভুমিকম্পে।