নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার জমি বিক্রির টাকা নিয়ে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ফতুল্লার তুষারধাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কুমিল্লার তিতাস উপজেলার কদমতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
হেলাল উদ্দিন জানান, সকালে ব্যাগে করে টাকা নিয়ে আমি ও চাচা রফিকুল ইসলাম রিকশায় করে যাত্রাবাড়ী ইসলামী ব্যাংক শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলাম। সকাল পৌনে ১০টার দিকে ফতুল্লা থানার তুষারধাড়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত আমাদের রিকশার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা আমার পেটে গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ যুবকের ভাবি নার্গিস আক্তার জানান, তার স্বামী বাবুল আহমেদ সৌদি প্রবাসী। তারা ফতুল্লার তুষারধারা এলাকায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়িতে সাড়ে ২৪ লাখ টাকা জমি বিক্রি করেন। সেই টাকা ওই ব্যাগে ছিল।
ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা যুগান্তরকে জানান, হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। আহতের তথ্য মতে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, হেলাল উদ্দিনের পেটের বাম পাশে একটি গুলি লেগেছে।