এ বিষয়ে শাকিব খান বলেন, ‘বাৎসরিক চেকআপের অংশ হিসেবে সিঙ্গাপুরে যাচ্ছি। তবে আমি কোন ধরনের শারিরিক সমস্যায় ভুগছি না। চেকআপ শেষে দেশে ফিরে আবার ছবির কাজ নিয়ে ব্যাস্ত হয়ে পড়ব।’
এদিকে তিনি পাওয়ার এনার্জি ড্রিংকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। যার কারণে এ পণ্যের নিত্য নতুন বিজ্ঞাপনে মডেল হচ্ছেন। ২ মে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল ঢালিউডের কিং খানের। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যাওয়া হয়নি। তবে ভিসা সংক্রান্ত কাজ চলছে।