সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

0

downloadসিরাজগঞ্জ: বিশ্বকবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি সিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারিত কার্যক্রম, জেলা রেজিস্ট্রার কার্যালয় ও শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেন।

শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও অন্যান্য উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ সদরের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, স্থানীয় উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান প্রমুখ।

বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের হেলিপ্যাড থেকে শুরু করে পাইলট উচ্চ বিদ্যালয়ের সভামঞ্চ পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক বর্ণিল সাজে সাজানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More