ঢাকা: ২০০২ সালের ৬ মে রাতে বলিউড অভিনেতা সালমান খানের গাড়িচাপায় একজন নিহত এবং চারজন ফুটপাতে ঘুমন্ত লোক আহত হয়। দীর্ঘ ১৩ বছর পর আদালতের রায়ে এই ঘটনায় সালমান খান দোষী সাব্যস্ত হন। যার ফলে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয় নিম্ন আদালতে। তবে পুলিশ তাকে এ সাজায় জেলে পুরতে পারেনি। কারণ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন সালমান।
সালমানের এ সাজা দেওয়ার ঘটনায় মুষড়ে পড়েছিল বলিউড। তবে সাজা স্থগিতের রায়ে চোখের জল মুছে হাসি ফুটেছিল সবার মুখে। প্রার্থনা সফল হয়েছে বলে খুশীতে আটখানা ঐশ্বরিয়াও। এ খবর তিনি নিজে জানিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কি সাইটে।
শোনা যায়, গত বুধবার সালমান খানের সাজা ঘোষনা হওয়ার পর থেকেই কাঁদতে শুরু করেন ঐশ্বরিয়া। সেই থেকে এক নাগারে তিনি নাকি কেঁদেই চলেন আর প্রার্থনা করেন। শুক্রবার হাইকোর্টের নির্দেশে তার মুখে ফের হাসি ফিরে এসেছে।
তবে এ ঐশ্বরিয়া কিন্তু সলমনের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রায় নন। তিনি হলেন সলমনের একনিষ্ঠ ভক্ত ঐশ্বরিয়া চৌবে। উত্তর ভারতের এ বাসিন্দা ঐশ্বরিয়া চৌবে ‘এক থা টাইগার’ সিনেমার শুটিং চলাকালে প্রথমবার মুম্বই এসেছিলেন।