এই অফারটি শুরু হয়েছে গত সোমবার থেকে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে যেকোনো সচল পুরনো ল্যাপটপ জমা দিয়ে স্টকে থাকা নতুন ল্যাপটপ নেয়া যাবে। সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ থেকে ল্যাপটপ পছন্দ করা যাবে।
পুরনো ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী দাম নির্ধারণ করে নতুন ল্যাপটপের দামের সঙ্গে তা সমন্বয় করা হবে। বিস্তারিত জানা যাবে এ ঠিকানায়।