মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন জাতীয় ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।
গ্রামীণফোনের পরিচালক (মার্কেটিং) নেহাল আহমেদ বলেছেন, সাব্বির বাংলাদেশ ক্রিকেট টিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গোটা জাতিকে অনুপ্রাণিত করছেন। একইভাবে গ্রামীণফোন গ্রাহকদের সেবাদানে অঙ্গীকারবদ্ধ বলে আমরা বিশ্বাস করি।