১০০ ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার নেবে ব্যাংক এশিয়া

0

AsiaBankপদ : ম্যানেজমেন্ট ট্রেইনি এবং প্রবেশনারি অফিসার। প্রায় ১০০টি।

আবেদনের যোগ্যতা : এমবিএ অথবা ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর। অথবা ভালো ফলসহ বিবিএ বা স্নাতক ডিগ্রিসহ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকা চলবে না। ২০ মার্চ ২০১৫ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। বাংলা ও ইংরেজি বিষয়ে বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। থাকতে হবে কম্পিউটারে পারদর্শিতা। ব্যাংকের যেকোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম : আবেদন করতে হবে অনলাইনে। ব্যাংক এশিয়ার (www.bankasia-bd.com) ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ।

প্রার্থী নির্বাচন : আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা হবে রচনামূলক এবং এমসিকিউ পদ্ধতিতে। মোট নম্বর ১০০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

পরীক্ষা প্রস্তুতি : ব্যাংক এশিয়ার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) বিষয়ে প্রশ্ন থাকে।

বাংলা ও ইংরেজিতে বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ থাকতে পারে। বাংলা বিষয়ে ভালো করার জন্য ব্যাকরণে জোর দিতে হবে। ইংরেজি বিষয়েও ভালো জ্ঞান থাকতে হবে গ্রামার অংশে। পেসেজ, রচনা, প্যারাগ্রাফ, লেটারও থাকে ইংরেজিতে। ভোকাভুলারি, স্পেলিং থেকেও প্রশ্ন থাকে। গণিতে পড়তে হবে ইংরেজি ভার্সনের বই। শতকরা, সুদকষা, ঐকিক নিয়ম, অনুপাত-সমানুপাত চর্চা করতে হবে। জিম্যাটের বই থেকে গণিত এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রশ্ন বেশি আসে। সাধারণ জ্ঞানের জন্য ভালোমানের কোনো বই ও নিয়মিত পত্রিকা পড়লেই চলে। বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিগত বছরগুলোর প্রশ্ন অনুসরণ করলে পরীক্ষায় ভালো করা যাবে।

সহায়ক বইপত্র : ব্যাংক এশিয়ায় সম্প্রতি নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা জানান, এমসিকিউ এবং লিখিত রচনামূলক পরীক্ষায় ভালো করার জন্য সাইফুরসের ম্যাথ এবং ব্যাংক রিক্রুটমেন্ট জব বইটি বেশ সহায়ক। বেরনসের জিআরই এবং জিম্যাট বই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়ে দক্ষতা বাড়াতে সাহায্য করবে। পিটারসনের টোফেল বই ইংরেজির প্রস্তুতিতে সহায়ক হতে পারে।

প্রফেসরস, ওরাকল, বিসিএস প্রকাশনসহ বেশ কিছু প্রকাশনীর ব্যাংক জব গাইড পাওয়া যায় বাজারে। এসব বই সহায়ক হতে পারে। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব, চলতি বিশ্ব ইত্যাদি বইয়ের পাশাপাশি পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক মাসিক পত্রিকা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More