পিরোজপুরের নাজিরপুরে অনৈতিক কাজের অভিযোগে শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ৩নং দেউলবাড়ি দোবড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সামসুল হক গত ১৫ জানুয়ারি উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের পড়ুয়া সংখ্যালঘু সম্প্রদায়ের এক ছাত্রীকে কলেজে যাওয়ার সময় জোর করে তুলে নেয়। ঘটনাটি ধামা চাপা দিতে স্থানীয় সরকার দলীয় নেতারা বিভিন্নভাবে ওই কলেজছাত্রীর বাবাকে চাপ দিতে থাকে।
এ ঘটনায় গত বুধবার ওই কলেজছাত্রীর বাবা নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর ঘটনা জানাজানি হলে ওই দিন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অভিযুক্ত ওই শ্রমীকলীগ নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ওই শ্রমীক লীগ নেতার সঙ্গে মোবাইলে কথা হলে তিনি জানান, কলেজছাত্রীকে স্থানীয় দেউলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের মাধ্যমে মেয়ের বাবার কাছে ফেরত দেয়া হয়েছে।
তবে আ’লীগ নেতা রফিকুল ইসলাম বাবুল জানান, দীর্ঘা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোঃ শাহ আলম আকনের অনুরোধে মেয়েটিকে কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন বলেন, মেয়েটিকে উদ্ধারই ছিল আমাদের প্রধান কাজ। তাকে তার পিতার কাছে ফেরত দেয়া হয়েছে। এখন তার পিতার কোন আইনী সহায়তা চাইলে আমরা তাকে সাহায্য করবো।
এ ব্যাপারে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন মল্লিক জানান, ওই মেয়ের বাবা গত বুধবার একটি সাধারণ ডায়েরি করেছে। এখন মামলা দিলে তা নেয়া হবে।
Prev Post