ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে রোববার। বিকেল তিনটায় মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সঙ্গে মতবিনিময় করে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন তিনি।
বিতর্কিত এমপিদের জায়গায় নতুন মুখ এবং ত্যাগী ও সৎ নেতাদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এইচ টি ইমাম।
জানা গেছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরই, তিনশ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ।