আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৪ সালের ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এই ত্যাগী নেত্রী। ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আইভী।
আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়াও বাদ আছর আইভী কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করার জন্যই বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নৃশংস হামলায় প্রাণে বেঁচে গেলেও নারী নেত্রী আইভী রহমানসহ দলের ২৪ জন নেতা-কর্মী মারা যান।