আসাদুজ্জামান নূরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা জাফর ওয়াজেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় হচ্ছে। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ তার স্ট্যাটাসে দু’ই মন্ত্রীরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই বলে জানিয়েছেন। আর ‘এত কম শিক্ষিত বলেই সংস্কৃতিকে লেজেগোবরে একসা করে ফেলেছেন’ বলে অভিযোগ করেছেন।