এসময় যুবলীগ আনন্দ মিছিল নিয়ে পল্টন হয়ে প্রেস ক্লাব ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ফিরে আসে। সেখানে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের চারপাশে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল থেকে কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে আর কোনো লাভ হবে না, কাদের মোল্লার ফাঁসি হবেই। কেউ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না।’
বক্তারা আরো বলেন, ‘আমাদের সবাইকে সজাগ খাকতে হবে যাতে জামায়াত-শিবির কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।’
এ সময় উপস্তিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী প্রমুখ।