ইউনিয়ন পরিষদ নির্বাচন : আওয়ামী লীগের ২৫০ প্রার্থী চূড়ান্ত

0

awamileagপ্রথম দফায় ৭৫২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫০ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা তৃণমূলের প্রস্তাব আর তিন স্তরের জরিপ বিশ্লেষণ করে একক প্রার্থী চূড়ান্ত করা হয়। বাকি ইউনিয়নগুলোর প্রার্থী চূড়ান্ত হবে আজ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বৈঠক শুরু হয়, চলে রাত সোয়া ১১টা পর্যন্ত। ওই সভায় দ্বিতীয় দফার ১০ পৌরসভা নির্বাচনের মেয়র পদেও প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ বুধবার পর্যন্ত এ বৈঠক মুলতবি করা হয়েছে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফের বৈঠক বসবে। বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্লাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More