কক্সবাজারের উখিয়ায় দু’পক্ষের সংঘর্ষে শাহিন নামে এক ছাত্রলীগ নেতা নিহত ও ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উখিয়া সদর স্টেশন গাউছিয়া মার্কেটের সম্মুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত শাহিন উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের কালু হাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতাকর্মীরা রাত দেড়টার দিকে উখিয়া তাঁতী মেলা থেকে এসে উখিয়া গাউছিয়া মার্কেট (নুর হোটেল) এলাকায় অবস্থান নেয়। এসময় রাত ২টার দিকে উখিয়া সিকদার বিল এলাকার কালু প্রকাশ কালু ডাকাতের পুত্র জাহাঙ্গিরের নেতৃত্বে ৭/৮ জন নিহত শাহিনের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় শাহিনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন, ঘিলাতলি এলাকার অধ্যাপক ইকবালের পুত্র ইফতেয়াজ নুর নিশান(১৯) ও উখিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম(১৮)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
এসময় হামলাকারী সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে উত্তেজিত ছাত্রলীগ কর্মীরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Prev Post
Next Post