ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসান দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পুরাতন বাজার থেকে মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় দলীয় কার্যালয়ে আসে। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলীর হাতে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
মেহেদী হাসান বলেন, তৃণমুল নেতাকর্মীদের ব্যালট ভোটের মাধ্যমে আওয়ামী লীগের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করাই গণতন্ত্র বিকাশের একমাত্র পথ। যাকে নৌকা প্রতীক দেবে জনগণ তাকেই নির্বাচিত করবেন।
উল্লেখ্য, গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের ৭৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ধারাবারিষা ইউনিয়ন থেকে ২৯জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।