চট্টগ্রামে বিলবোর্ড অপসারণ নিয়ে বিশৃঙ্খলার ঘটনার পর নগর যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুবলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রথম আলোকে জানান, সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন ও সদস্য আলী হোসেনকে মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে।
গত রোববার চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে বিলবোর্ড উচ্ছেদ অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান যুবলীগের নেতা-কর্মীরা। সিটি করপোরেশন সূত্র জানায়, টাইগার পাস এলাকায় রেলওয়ের জমিতে বিলবোর্ড ছিল নগর যুবলীগের সদস্য আলী হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠানের। ঝুঁকিপূর্ণ বিবেচনায় রোববার বিলবোর্ডটি অপসারণ করা হয়। কিন্তু সড়কের উল্টো দিকে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের মালিকানাধীন প্রতিষ্ঠানের বিলবোর্ডসহ আরও চারটি বিলবোর্ড অপসারণ না করায় ক্ষুব্ধ হন আলী হোসেন। একপর্যায়ে অভিযানে যাওয়া ক্রেনের চালককে তিনি ও তাঁর অনুসারীরা ফরিদ মাহমুদের বিলবোর্ড অপসারণের জন্য চাপ দেন। খবর পেয়ে ফরিদ মাহমুদ ঘটনাস্থলে যান। এ সময় ওই দুই নেতার মধ্যে তর্ক হয়। একপর্যায়ে পিস্তল বের করে আলী হোসেনকে গুলি করার হুমকি দেন ফরিদ মাহমুদ।
Next Post