ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট (www.bsl.org.bd) গত কয়েকদিন ধরে অকার্যকর রয়েছে। সাইটটি সচল না থাকায় সংগঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে বার বার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করেও প্রবেশ করা যাচ্ছে না।
এ বিষয়ে ওয়েবসাইটের দায়িত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক শেখ রাসেলের সেলফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। উপদফতর সম্পাদক কামরুজ্জামান সালাম বাংলানিউজকে বলেন, আমি দফতরে নেই। তাই, বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছিনা।
কবে থেকে এ সমস্যা বা ওয়েবসাইটের তত্ত্বাবধানে কে আছেন, জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার জানা নেই।