ফরিদপুর ও গোপালগঞ্জের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন যুবলীগের প্রতিনিধিদল। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব মোঃ হারুনুর রশীদ এর নির্দেশে ১০ম জাতীয় সংসদ নির্বাচন উপলে ফরিদপুর-৪ আসনের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করবেন।
৪ সদস্যের এই টিমে রয়েছেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য জাকির খান, সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ জালাল। উক্ত টিমের সকল সদস্যবৃন্দ আগামী ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর জনসভায় অংশগ্রহন করবেন। এছাড়াও গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ও নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করবেন এই টিমের সদস্যবৃন্দ।