কানসাট আব্বাস বাজার এলাকায় মুকুল নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আনোয়ার ও এখলাস আলী নামে আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি ভুটভুটি নিয়ে নিহত মুকুল কয়েকজন বন্ধুসহ এমপি গোলাম রাব্বানীর বাড়ি কানসাটে আসার পথে আব্বাস বাজার এলাকায় দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় নিহত মুকুলদের পক্ষ থেকে কেউ একজন গুলি চালালে বিপ্লব নামে এক দুর্বৃত্ত আহত হন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মুকুল। এছাড়া আহত হন আনোয়ার ও এখলাস নামে আরও দুইজন।
আহত আনোয়ার ও এখলাস আলীকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মুকুল আলীর লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে এসেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন জানান, হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।