ঢাকা: ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও চলচিত্র পরিচালক মিজানুর রহমান দিপু মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণে শনিবার ভোররাতে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে বলে তার সহকারী আবু আহমেদ লিপু জানিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনেও ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মিজানুর রহমান দিপু।
২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির সাদেক হোসেন খোকাকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তার সহকারী আবু আহমেদ বলেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সংসদ সদস্যকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। দিপুর বাড়ি পুরান ঢাকায়, তবে তিনি উত্তরায় থাকতেন।
এইচ এন