বগুড়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়েছেন দলীয় কর্মীরা। পরে কলেজ ছাত্রলীগের সভাপতির মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, শনিবার দুপুরে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুকুল ইসলাম ও তার কর্মীরা নারীঘটিত বিষয় নিয়ে একই কলেজের ছাত্র রাকিবকে মারপিট করে। ঘটনাটি জানাজানি হলে ছাত্রলীগ নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর জের ধরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাকিবের পক্ষ নিয়ে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী সংগঠনের সাবেক নেতা মুকুল ইসলামকে মারপিট করেন।
কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুকুল ইসলাম অভিযোগ করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীরাই তাকে মারপিট করেছে। তবে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার দাস জানান, এখানে দলের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। বড় ও ছোট ভাইদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তাদের শাসন করে দেয়া হয়েছে।