সিলেট মদন মোহন কলেজে দলীয় কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে । আহতরা হলেন- কলেজে মাস্টার্স পড়ুয়া সত্যজিত দাস (২৮) ও একই কলেজের শিক্ষার্থী রাকিন আহমদ (২২)। এর মধ্যে সত্যজিতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, নারী গঠিত বিষয় নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান গ্রুপের কর্মীরা আওয়ামী লীগ নেতা বিধান সাহা গ্রুপের কর্মী রাকিনকে ছুরিকাঘাত করে। এসময় একই কলেজের ছাত্র সত্যজিতকে মারপিঠ ও ছুরিকাঘাত করে রাকিন পক্ষের ছাত্রলীগ কর্মীরা। আহতদের দু’জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।