ফেনিঃ ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে গতকাল সোমবার সকালে সেনাবাহিনীর গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপকারী যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে এসএসকে রোডের পাঠানবাড়ী রাস্তার মাথা থেকে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর শহর আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, ছাত্রশিবিরের শহর সভাপতি তারেক মাহমুদ ও সেক্রেটারি মাঈনুল ইসলাম যোবায়ের মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি মহিপাল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন স্থানে পৌঁছলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সেনাবাহিনীর গাড়িবহর থেমে যায়। পরে শিবিরকর্মীরা করতালী ও শিবির-শিবির স্লোগানে তাদের অভ্যর্থনা জানায়। এ সময় হঠাৎ সেনাবাহিনীর গাড়িবহরে ইটপাটকেল নিপে করলে দু’টি কাভার্ডভ্যানের গ্লাস ভেঙে যায়। মিছিল থেকে ইটপাটকেল নিপেকারীরা পালিয়ে যাওয়ার সময় শিবির কর্মীরা জাহাঙ্গীর আলম (২৫) নামে এক যুবককে ধাওয়া করে হাতেনাতে আটক করে। এ সময় তার সাথে থাকা আরো তিন যুবক পালিয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা তাকে মারতে উদ্যত হলে শিবির নেতা তারেকের হস্তক্ষেপ তা নিয়ন্ত্রণে আসে। পরে তাকে পাঠানবাড়ী রোডে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়। জাহাঙ্গীর পাঁচগাছিয়া বাজারসংলগ্ন মো: শফিকের ছেলে ও যুবলীগ কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এস কামাল হোসেন তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Next Post