ডেস্ক রিপোর্ট: উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাটে স্থগিত হওয়া সাতশৈয়া কেন্দ্রে মাত্র এক ভোট পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলার চেয়ারম্যান সরদার নেয়ামত হোসেন। সোমবার স্থগিত হওয়া ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
সোমবার দুপুরে ফকিরহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জণের ঘোষণা দেন আওয়ামী লীগের প্রার্থী সরদার নেয়ামত হোসেন। কেন্দ্রটিতে তিন হাজার ৪৩ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩৮টি। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ৩৬ ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন মাত্র এক ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের পিজাইডিং অফিসার প্রণব কুমার ঘোষ।
ভোটগ্রহণ শেষে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কালাম করিম (দোয়াত-কলম) ২৫ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত পেয়েছেন ২২ হাজার ৫৩৭ ভোট।
উল্লেখ, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ফকিরহাট উপজেলার সাতশৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ এবং দু’টি ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩৪ জন। ২৭ ফেব্রুয়ারি ফকিরহাট উপজেলার ৩৩টির মধ্যে ৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।