বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ সাবেক সেনাপ্রধান লে. জে (অব) মাহবুবুর রহমান বলেছেন, বিএনপির কাউন্সিল নিয়ে সরকার যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন যথা সময়ে কাউন্সিল হবেই।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সদ্য প্রয়াত স্থায়ী কমিটির সদস্য মরহুম ড. আর এ গনির স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপি শক্তিশালী হওয়ার পাশাপাশি নতুনভাবে জাগ্রত হবে। কাউন্সিলের মাধ্যমে আমরা গণতান্ত্রিক চর্চা করছি। কিন্তু দুঃখের বিষয় এটা নিয়ে সরকার সাংঘাতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যত বাধাই আসুক কাউন্সিল যে কোন মূল্যে যথা সময়ে হবেই।
বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মােয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফােরামের সভাপতি আবু নাসের মােহাম্মাদ রহমত উল্লাহ ,জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মােহাম্মাদ আনােয়ার প্রমুখ।
Next Post