আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের অবস্থান জানতে চেয়ে বিএনপি’র বিবৃতি

0

BNPবিএনপি’র যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র সালাহ্উদ্দিন আহমেদ এর বিবৃতি
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কোথায় আছে দেশবাসী জানতে চায়
-সালাহউদ্দিনআহমেদ

দৈনিকআমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে রিমান্ডের নামে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ডিবি পুলিশের সাদা পোষাকধারী দল গাড়ীতে করে কোন অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তাঁকে কোন থানায় বা কার হেফাজতে কোথায় রাখা হয়েছে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি-ইদানিং এই ফ্যাসিষ্ট সরকার দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় সমর্থক বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুম করে ফেলছে। এই সরকারের বিরোধী দলীয় নেতা-কর্মীদের গুম, খুন করার নীলনকশা বাস্তবায়ন ক্ষমতায় আসার পর থেকেই শুরুহয়েছে। আমাদের দলের বিশিষ্ট নেতাএম ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ অসংখ্য নেতা-কর্মীকেএকই ভাবে সরকার বিভিন বাহিনী দিয়ে গুম করেছে। আমরা অত্যন্ত শংকিত ও উদ্বিগ্ন যে, এই সরকারের হাতে চরম নিগৃহিত ও নির্যাতিত জনাব মাহমুদুর রহমানের মতো মেধাবী, প্রথিতযশা, বিশ্ববরেন্য সাহসী সম্পাদককে শেষ পর্যন্ত হয়তো একই পরিনতি ভোগ করতে হতে পারে। আমরা অবিলম্বে শারিরিকভাবে গুরুতর অসুস্থ জনাব মাহমুদুর রহমানের অবস্থান নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। দেশবাসী জানতে চায়-তিনি কোথায় আছেন, কেমন আছেন। পরিশেষে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
বার্তা প্রেরক

(মোঃআব্দুললতিফজনি)
সহ-দফতরসম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More