বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজকে সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবিতে মিছিল করেছে যুবদলের কিছু নেতাকর্মী। যুবদলের নেতাকর্মী পরিচয় দানকারী এ মিছিলে অংশগ্রহনকারীদের অধিকাংশেরই কোন পদ-পদবী নাই। এলাকা থেকে ভাড়ায় লোক এনে এ বিক্ষাভ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংগঠনের নেতাকর্মীরা জানান।
এসময়ে তারা যুবদল পুনর্গঠনের সুবিধাভোগী এবং আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়রা যাতে না আসতে পারে সেই দাবি তোলেন। তবে বিগত দিনের আন্দোলনে মীর নেওয়াজ আলীর ভূমিকা সম্পর্কে জানতে চাইলে উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীদের কিছু জানাতে পারেনি উপস্থিত নেতাকর্মীরা।
এসময়ে কার্যালয়ের নিচে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের কাছেও লিখিতভাবে দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি নেওয়াজের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুবদল নেতাকর্মীরা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এই দাবিতে মিছিল করেছে নেতাকর্মীরা।
যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও সৈয়দ আবেদিন প্রিন্সের নেতৃত্বে এ সময় যুবদল নেতা মঈনুল ইসলাম হিটু, সেলিম রেজা, সোহেল আহমেদ, আহসান উল্লাহ তুষার, তাজউদ্দিন মাহমুদ সাগর, রাসেল মিয়া, জি এস বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ আবেদিন প্রিন্স গণমাধ্যমের কাছে বলেন, আন্দোলন সংগ্রামে বুক চিতিয়ে যারা লড়েছেন, মামলায় জর্জারিত হয়েছেন, যুবদলের পুনর্গঠন প্রক্রিয়ায় সেই ত্যাগী, যোগ্য নেতৃত্ব চাই। আর এজন্য যুবদলে মীর নেওয়াজ আলীর বিকল্প নেই। সারাদেশে যুবদলের নেতাকর্মীরাও সংগঠন শক্তিশালী করার জন্য তাকে চায়। ভবিষ্যত সরকার বিরোধী আন্দোলনে কার্যকর ও মজবুত সাংগঠনিক ভিত গড়তে নেওয়াজ আলীকে যুবদলের সাধারণ সম্পাদক করার দাবি তুলেছে নেতাকর্মীরা। মিছিলে কেন্দ্রীয় যুবদলের পাশাপাশি লালবাগ, মতিঝিল, শাহবাগ ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন থানার নেতা-কর্মী অংশ নেন।