বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এজন্য কঠোর আন্দোলন ছাড়া বিকল্প নেই।মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ১৪৭ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে এটি স্বাভাবিক আচরণ। যদিও সুষ্ঠু স্বাভাবিক রাজনীতির জন্য এটি অস্বাভাবিক প্রক্রিয়া।
এ সময় সভায় গৃহীত কর্মসূচীর কথাও তিনি সাংবাদিকদের অবহিত করেন।কর্মসূচী মধ্যে রয়েছে- ২৭ আগষ্ট বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে বিচারপতিদের অভিসংশন আইনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ। ৩০ আগষ্ট গুম-হত্যার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন, ৩১ আগষ্ট ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা, ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, সদস্য সচিব হাবীব- উন-নবী খান সোহেল, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, আব্দুস সালাম, সালাহউদ্দিন আহম্মেদ, কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, আবু সাঈদ খান খোকনসহ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।