বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ রোববার বগুড়া জেলা বিএনপি এ উপলক্ষ্যে শহীদ জিয়ার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের জিয়া বাড়ি ও বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণসভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করে। জিয়া বাড়িতে সকালে কোরআন খতম করা হয়। বাদ জোহর জিয়া বাড়ি প্রাঙ্গনে সংক্ষিপ্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, আরাফাত রহমান কোকো ওয়ান ইলেভেন সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। তার শোককে শক্তিতে পরিণত করে বর্তমান স্বৈরাচার সরকারকে হঠাতে হবে। এ সরকার বিএনপি নেতাকর্মীদের ধরে ধরে নিয়ে গুম ও খুন করছে। এ সরকারের পতন বেশি দুরে নয়।
তিনি বলেন, কোকো বগুড়ায় নিজ হাতে ক্রিকেট স্টেডিয়াম করেছেন। কিন্তু সেখানে আজ আন্তর্জাতিক কোনো খেলা দেয়া হয় না। আন্তজার্তিক খেলা দেখা থেকে সরকার বগুড়াসহ উত্তরাঞ্চলের দর্শকদের বঞ্চিত করছে।
সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা জানে আলম খোকা, ফজলুল বারী বেলাল, মন্জুরুল হক মন্জু, মীর শাহে আলম, খাজা ইফতেখার আহমেদ, আব্দুর রহমান, আমিনুর রহমান মাস্টার, মোর্শেদ মিল্টন, আব্দুর রাফি পান্না, ডাক্তার আজফারুল হাবিব রোজ, মেয়র সাইফুল ইসলাম সাইফ, আবুল বাশার, সুজাউদ্দৌলা সন্জু, শেখ তাহা উদ্দিন নাহিন, কৃষকদলের রফিকুল ইসলাম, শামছুল হক রোমান, প্রকৌশলী রোকন উদ্দিন তালুকদার, প্রকৌশলী হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেব্ক দলের খান জাহাঙ্গীর, যুবদলের খাদেমুল ইসলাম ও আব্দুল মান্নান, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ প্রমুখ।
পরে কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা জয়।
বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লী অংশ নেন।
এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বাদ জোহর মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে বগুড়া জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম গরীব দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করেন। এ ছাড়া গাবতলী পৌর বিএনপির আয়োজনে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।