খালেদাকে আলোচনায় আমন্ত্রণ জানান

0

tuku-81ঢাকা: ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লার ভিআইপি লাউঞ্জে অল কমিটি ফোরাম আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আহমেদ আজম খান বলেন, ‘সরকারকে সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে তাকে আগে ডাকতে হবে। অন্যথায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।’

দেশে সুশাসন আনেতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে স্বচ্ছ সুশাসন, টেকসই গণতন্ত্র ও নির্বাচনের জন্য আসুন একসাথে আন্দোলন গড়ে তুলি, কারণ আন্দোলন ব্যাতিত এসব আগেও হয়নি এখনও হবে না।’

একই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ঢাবির উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘স্বচ্ছ সিটি নির্বাচন দিলে সরকারে কোনো ক্ষতি হতো না। এমনকি ক্ষমতারও রদবদল হতো না। ক্ষমতাসীনরা তাদের গায়ে জোর খাটিয়ে সিটি নির্বাচনগুলোকে নিজেদের দখলে নিয়েছে যা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।’

সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশের সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ব্যবহার করে আপনারা সুনাম কুঁড়িয়েছেন, সেনাবাহিনীকে উঁচু স্থানে নিয়ে গেছেন। আপনাদের কাছে প্রশ্ন- আপনারা আগে নিজের দেশকে রক্ষা করবেন নাকি অন্যের দেশকে?’

সিটি নির্বাচনের সার্বিক দিক বিশ্লেষণ করে এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে সকল রের্কড আমরা তৈরি করে রেখেছি। যদি সুযোগ হয় তাহলে জাতীয় নির্বাচনে আমরা এ গুলো কাজে লাগাবো।’

সিইসিকে অপদার্থ ব্যক্তি আখ্যায়িত করে তিনি বলেন, ‘এই সিইসির অধীনে সুষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অনতিবিলম্বে তার পদত্যাগের দাবি জানাচ্ছি।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অল কমিটির ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সম্রাট প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More