ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস।
মঙ্গলবার রাত সোয়া ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে সোয়া ৯টায় গিয়ে শেষ হয়। এর আগে রাত ৮টার দিকে জাতিসংঘ প্রতিনিধি খালেদা জিয়ার কার্যালয়ে যান। এর কিছুক্ষণ পর কার্যালয়ে পৌঁছান খালেদা জিয়া।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।