ঢাকা: হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপি।
বুধবার (০৬ মে) রাতে দলটির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের মামলা অসৎ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনও নাশকতার ঘটনার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা নেই। কিন্তু সরকার বিএনপির ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে অসত্য প্রচারণা চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
খালেদা জিয়াসহ দলের প্রধান নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে বলেও এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।