রাজধানীর শাহবাগ থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সকাল সাড়ে ১১ টায় আসামি হাবিবকে হাজির করে শাহাবগ থানার পৃথক তিন মামলায় পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম রেজাউল করিম শাহবাগ থানার একটি মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে শাহবাগ থানার আরও দুই মামলায় রিমান্ড আবেদন করা হলে এক মামলার রিমান্ড আবেদন নামঞ্জুর করে অপর মামলায় ৯ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন একই বিচারক।
মামলা তিনটিতে বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।