বার্লিনঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা এবং তাঁর রূহের মাগফেরাত কামনায় জার্মান বিএনপির উদ্যোগে বার্লিনের বাইতুল মুকাররাম মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় উক্ত গায়েবানা জানাযা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বিএনপি নেতা নূর চৌধুরী জিয়া এবং বার্লিন বিএনপি সভাপতি গনি সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী সুরুজ, শাহ আলম সহ আরও অনেকে। গায়েবানা জানাযায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
এইচএন