বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিজ্ঞানী ড. আর এ গণির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মানি শাখার নেত্রীবৃন্দ। আজ এক শোকবাণীতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকবানীতে স্বাক্ষর করেন জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, বিএনপি নেতা গনি সরকার, মোস্তাক খান, নূর চৌধুরী জিয়া, আওলাদ হোসেন, আনোয়ার হোসেন, কাজী সুরুজ, আনহার মিয়া সহ প্রমুখ।
এতে বলা হয়, গনত্রন্তের এই দু:সময়ে ড. আর এ গণির পৃথিবী থেকে বিদায় নেয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চার চরম সংকটকালে তাঁর মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের পরামর্শ ও উপস্থিতি ছিল খুবই জরুরি। সহৃদয় এই মানুষটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকেই নিরলসভাবে দেশ ও দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে ড. গণি কোনরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একাগ্রচিত্তে জীবনের শেষ পর্যন্ত দলের জন্য কাজ করেছেন। ধৈর্যশীল, বাক সংযম, স্পষ্টবাদি এমন নেতা দেশ ও দলের জন্য খুবই প্রয়োজন। শোক বার্তায় নেত্রীবৃন্দ আরও বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত বিনয়ী ড. আর. এ. গণির মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা পূরন হবার নয়। তারা মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ তায়লা যেন তাঁকে জান্নাত নসিব করেন সেই জন্য দোয়া করেন।