বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে এ্যানীকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারে পৌঁছায় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন। পরে তাকে কাশিপুর কারাগার পার্ট-২ তে স্থানান্তর করা হয়।
কাশিমপুর কারাগার-২ এর জেলার নাসিরউদ্দিন জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১২টার দিকে কাশিমপুর কারাগারে আনা হয়। সরকার বিরোধী আন্দোলনে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গত বৃহস্পতিবার ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে পুলিশের করা এসব মামলার একটিতে হত্যা এবং বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
Prev Post
Next Post