নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ৯টায় তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার তৈমুরের কাছে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম। প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে তাকে এ নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবদুস সালাম।
জানা গেছে, বিএনপি জামায়াত জোট সরকারের আমল থেকে এখন পর্যন্ত অন্ধ ও বধির সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন তৈমুর আলম খন্দকার। দায়িত্বপালনকালে হারিস চৌধুরীর স্ত্রী জোছনে আরা চৌধুরীকে অন্ধ ও বধির সংস্থার ১১টি দোকান বরাদ্দ দেন তিনি। বধির সংস্থার তহবিল তসরুপ করে অন্যান্যদের সহায়তায় প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তৈমুরের বিরুদ্ধে।