ঢাকা : বিএনপি দাবি করে বলেছে, বিদেশি নাগরিক হত্যার অজুহাতে সরকার সারাদেশে বিরোধী মতের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে মৃত্যুর দিকে ঠেলে দিতে সরকার তার বিরুদ্ধে নতুন করে মামলা দিয়েছে।
নজরুল ইসলাম বলেন, তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ, বিদেশে চিকিৎসা নিতে যেতেও সরকার তাকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এ অবস্থায় তার বিরুদ্ধে মামলা দেওয়ার উদ্দেশ্যই হলো তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।
তিনি বলেন, বিএনপি পুনর্গঠনের কাজেও বাধা দিচ্ছে সরকার। পুনর্গঠনের কাজ যখন চলছে,তখন সরকার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদেরকে হয়রানি ও গ্রেফতার করছে।
সরকার সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনে নিয়োজিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যার অজুহাতে সরকার সারাদেশে বিরোধী মতের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে।