মঙ্গলবার নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া

0

Khaleda-Zia-bnp-leader39-311x186১৩ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ দিন সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে খালেদা জিয়ার গাড়ি বহর রওনা হবে।

চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান পরিবর্তনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর জানান, “প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুনের ঘটনায় তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ও তাদের সাথে সময় কাটাতে খালেদা জিয়া নারায়ণগঞ্জ যাবেন।”

এর আগে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আ স ম হান্নান শাহর নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সফর করেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More