আন্তর্জাতিক মা দিবসে বিশ্বের সকল মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো হয়েছিলো। পাশাপাশি স্কুলের ছাত্রীরা যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে তার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সক্ষম হন এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষায় আলোকিত দায়িত্বশীল মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে করবে বেগবান।