চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। এসময় তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী রাহাত আরা বেগম যাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফলোআপ চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আলমগীর। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা করাবেন। এর আগে দুদফা ওই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি। সর্বশেষ গত ১৭ অক্টোবর সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরের প্রথমদিকে বিরোধী জোটের আন্দোলন শুরু হলে ৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর কারাগারে থাকাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। করোটিড আর্টারিতে ব্লক, হƒদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত হন। দীর্ঘ ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।
Next Post