মেডিকেলে ভর্তির ‘জাল পরীক্ষা’র ফল বাতিলের দাবি বিএনপির

0

bnpমেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। গত শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষাকে ‘জাল পরীক্ষা’ বলে আখ্যায়িত করেছে দলটি। পাশাপাশি ফের সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার দাবিও জানানো হয়েছে। রোববার দুপুরে বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন । রিপন বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযাগ উঠলেও সরকার তা অস্বীকার করছে। অথচ এ অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালকসহ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। প্রশ্নপত্র যদি ফাঁস না-ই হতো তাহলে কেন ইউজিসির মতো একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে র‌্যাব কেন গ্রেফতার করল? তিনি বলেন, এমন ঘটনা অন্য কোনো দেশে ঘটলে স্বাস্থ্যমন্ত্রী ওই দিনই পদত্যাগ করতেন। অথচ আমাদের দেশে উল্টো বিরোধী দল থেকে কোনো মন্ত্রীর পদত্যাগের দাবি করা হলে ওই মন্ত্রীর মন্ত্রিত্ব আরও পোক্ত হয়। বিএনপি নেতা রিপন বলেন, কোরবানির হাট-বাজারও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নামে ইজারা দেয়া হয়েছে। তারা আগের তুলনায় দিগুণ-তিনগুণ হাসিল আদায় করছে। জনগণের দুর্ভোগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। রিপন বলেন, আগে বিভিন্ন ধরনের ছিনতাই ডাকাতির কথা শোনা গেলেও এখন সারা দেশে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ তা কালিহাতীর ঘটনাই প্রমাণ করে। সামগ্রিকভাবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। শাসক দল স্বৈরাচারী হয়ে উঠেছে। তিনি বলেন, ‘টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মায়ের বিবস্ত্রের ঘটনায় স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে রাস্তায় নেমে আসা মানুষদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে।’ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More