লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হুদা চৌধুরী ও রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থীরা হলেন— পাটোয়ারিরহাট ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন তালুকদার, হাজিরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেন মিয়া, চর ফলকনে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওদুদ হাওলাদার ও তোরাবগঞ্জে ইউনিয়ন যুবদলের সভাপতি মোসলেহ উদ্দিন; রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাওলানা এহেতেশামুল হক ও চর পোড়াগাছা ইউনিয়নে মহি উদ্দিন।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় প্রথম দফায় ২২ মার্চ ৪টি ও রামগতি উপজেলায় ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Next Post