প্রথমবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী চূড়ান্তকরণের কাজ চলছে ‘সঠিক সময়েই’ চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।
জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে নবনির্বাচিতদের নিয়ে শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের অংশ’ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গেলেও ওই নির্বাচন সুষ্ঠু হবে-এমনটা আশা করা যায় না। তবে আমি প্রত্যাশা করি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার দ্রুতই বিএনপির কাউন্সিলের অনুমতি দেবে।
ইউপি নির্বাচনের জন্য ইতোমধ্যেই তফসিল ঘোষণা করা হয়েছে। ছয় দফায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনের প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ।
Prev Post
Next Post